সন্তান যেন চরিত্রহীন না হয় সেদিকে খেয়াল রাখুন: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার। বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্যখাতে যে অগ্রগতি ও উন্নতি হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গনমান মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদমন্ত্রী। এক কোটি ২১ লাখ টাকা ব্যয়ে গনমান মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ হবে।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, সন্তানদের আদর্শ শিক্ষা দিন। সন্তান যেন মাদকাসক্ত ও চরিত্রহীন না হয় সেদিকে খেয়াল রাখুন। সমাজব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি ও পিরোজপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার।
এরপর দক্ষিণ-পূর্ব সোহাগদল কমিনিউটি ক্লিনিকের উদ্বোধন করেন প্রাণিসম্পদমন্ত্রী। পরে মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন তিনি। সবশেষে মুজিববর্ষে উপহার হিসেবে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন প্রাণিসম্পদমন্ত্রী।
এএম