সুস্থ আছেন সেই ইসমত আরা

১ মিনিটের ব্যবধানে করোনার দুই ডোজ টিকা দেওয়ার পর ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও সুস্থ আছেন সেই গৃহবধূ ইসমত আরা। তার শরীরে কোনো সমস্যা দেখা যায়নি। শনিবার (৭ আগস্ট) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা ভুলবশত তাকে দুই ডোজ টিকা দেন।
রোববার (৮ আগস্ট) দুপুরে ইসমত আরার স্বামী নাহিদুল হক স্বপন ঢাকা পোস্টকে তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
স্বপন বলেন, শনিবার এক মিনিটের ব্যবধানে আমার স্ত্রীর দুই হাতে দুই ডোজ টিকা দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ২৪ ঘণ্টা পার হলেও তার শরীরে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। তাই আজ সকাল ১১টার দিকে তাকে হাসপাতাল থেকে রিলিজ (ছাড়পত্র) দেওয়া হয়। সে এখন বাসায় অবস্থান করছে। বর্তমানে সে সুস্থ আছে।
জানা যায়, শনিবার গণটিকা কার্যক্রমের প্রথম দিন ইসমত আরা টিকা নিতে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে যান। এ সময় টিকা কেন্দ্রে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মমতাজ বেগম (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মী) ইসমত আরাকে প্রথমে বাঁ হাতে টিকা দেন। ১ মিনিটের ব্যবধানে আবারও ডান হাতে টিকা দেন।
পরে বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ইসমত আরাকে পর্যবেক্ষণের জন্য বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ২৪ ঘণ্টা অতিক্রম হওয়ার পর তার শারীরিক কোনো পরিবর্তন না হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, ইসমত আরা সুস্থ আছেন। ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এ সময় তার শারীরিক কোনো সমস্যা দেখতে পাইনি। তাই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে এ ঘটনার পর জেলা সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
মীর সামসুজ্জামান/এনএ