সিরাজগঞ্জে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার (০৮ আগস্ট) শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে দুজনের দাফন সম্পন্ন হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী।
মৃতরা হলেন- রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব (৩০), সিকিম আলীর ছেলে আব্দুল (৩২) এবং সরাইচন্ডী গ্রামের কালু শেখের ছেলে আবু তাহের (৫০)।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ ঢাকা পোস্টকে জানান, রাতেই তিনজনের মৃত্যু হয়েছে। তিন মৃত্যুই অস্বাভাবিক। তারা মাঝে মধ্যে মদ পান করে, তবে মদ পানে মৃত্যু হয়েছে কি না সেটা জানা যায়নি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঢাকা পোস্টকে বলেন, আমরা বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে সকালে দুজনকে দাফন করা হয়েছে। সরাইচন্ডীতে পুলিশ পাঠিয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুভ কুমার ঘোষ/এসপি