জয়পুরহাটে সিনোফার্মের টিকাদান বন্ধ

জয়পুরহাটে সীমিত হয়ে এসেছে সিনোফার্মের টিকার মজুদ। এজন্য আধুনিক জেলা হাসপাতাল টিকা কেন্দ্রে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে না। এই টিকা নিতে পরবর্তী সাতদিন পর যোগাযোগ করতে বলা হয়েছে।
তবে এই কেন্দ্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কার্যক্রম চলমান থাকবে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।
জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জয়পুরহাটে সিনোফার্মের ৩০ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। আজ পর্যন্ত ২৪ হাজার ৩২৩ জন টিকা দেওয়া হয়েছে। বর্তমানে সিনোফার্মের ৬ হাজার ৭৭ ডোজ টিকা মজুদ আছে। এসব টিকা আগামীকাল (১০ আগস্ট) আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই পৌরসভায় দেওয়া হবে। জেলায় অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ৮ হাজার ডোজ। এর মধ্যে ২ হাজার ৮১০ জন এই টিকা পেয়েছেন। আরও ৫ হাজার ১৯০ ডোজ টিকা মজুদ আছে।
সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী ঢাকা পোস্টকে বলেন, মজুদ সীমিত থাকার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের টিকা কেন্দ্রে আগামীকাল (১০ আগস্ট) থেকে সিনোফার্মের টিকা দেওয়া বন্ধ করা হয়েছে। পরবর্তীতে এই টিকা আসলে তা আবারও দেওয়া শুরু হবে। এজন্য যারা এ টিকা নেবেন এবং দ্বিতীয় ডোজ পাবেন তাদের আগামী সাতদিন পর যোগাযোগ করতে বলা হয়েছে। তবে এই কেন্দ্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া কার্যক্রম চলমান থাকবে।
চম্পক কুমার/আরএআর