ফেসবুকে পোস্ট : বাবার কাছে ফিরল ফাহিম

বাইসাইকেল নিয়ে বের হয়ে স্কুলছাত্র ফাহিম মোরশেদ পথ ভুলে লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর সেনবাগ চলে যায়। বিভিন্ন স্থানে খোঁজ ও মাইকিং করেও তাকে পাওয়া যাচ্ছিল না। তার খোঁজে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নোয়াখালীর সেনবাগ থেকে তাকে উদ্ধার করা হয়।
ফাহিমের বাবা লক্ষ্মীপুর কারাগারের কারারক্ষী কবির হোসেন বলেন, শনিবার দুপুরে ফাহিম কারাগারের কোয়ার্টার থেকে সাইকেল চালাতে বের হয়। হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এজন্য সম্ভাব্য স্থানে খোঁজ, মাইকিং ও থানায় নিখোঁজ ডায়েরিও করেছি।
তিনি আরও বলেন, শনিবার রাত একটা পর্যন্ত ফাহিমকে কোথাও পাওয়া যায়নি। পরে নোয়াখালীর সেনবাগে ফাহিমকে পাওয়া গেছে বলে হিমেল নামে এক যুবক ফেসবুকে পোস্ট দেয়। ওই পোস্টটি লক্ষ্মীপুর কারাগারের এক রক্ষীর বন্ধু শেয়ার দেয়। ফেসবুকে দেখতে পেয়ে সেনবাগে গিয়ে ফাহিমকে উদ্ধার করা হয়। ছেলেকে খুঁজে পেতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
জানা গেছে, লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সাইকেল চালাতে চালাতে পথ ভুলে ফাহিম সেনবাগ চলে যায়। সারাদিন সাইকেল চালিয়ে সে ক্লান্ত হয়ে পড়ে। পরে হিমেল নামে এক যুবককে বলেছে সে পথ হারিয়ে ফেলছে। আর কিছুই বলতে পারেনি।
পরে ফাহিমের ছবি তুলে ফেসবুকে তার পরিবার ও স্বজনদের উদ্দেশ্যে একটি পোস্ট দেয়া হয়। ওই পোস্ট দেখেই ফাহিমকে উদ্ধার করা হয়েছে। ফাহিম এখন তার বাবা মায়ের সঙ্গে কারাগারের কোয়ার্টারে আছে। ফাহিম লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ফাহিমের বাবা নিখোঁজ ডায়েরি করেছে। রাতে তাকে খুঁজে পেয়েছে বলে শুনেছি।
এসপি