পাবনার শ্রেষ্ঠ ওসি আমিনুল ইসলাম

পাবনা জেলার ১১টি থানার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। বুধবার (১১ আগস্ট) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত জুলাই মাসের মাসিক কল্যাণ সভায় সদর থানার ওসিকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়।
এ সময় জেলা পুলিশের কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করায় ওসিসহ ১৩ জনকে পুরস্কৃত করা হয়।
থানা সূত্রে জানা যায়, সদর থানার ওসি আমিনুল ইসলাম মাদক, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক বিভিন্ন কর্মকাণ্ড এবং সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে প্রতিপালন করায় সার্বিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।
এর আগে সাফল্যমণ্ডিত বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় বিভিন্ন জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেন চৌকস এই ওসি। ইতিমধ্যেই তিনি মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সব মহলে প্রশংসিত হয়েছেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আজ শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। আপনাদের এই মর্যাদা যেন ধরে রাখতে পারি। সাধারণ জনগণের আস্থা অর্জনে আরও উদ্যোগ নেব। এসপি মহিবুল ইসলাম খান স্যারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। থানার সব এসআই, এএসআই, কনস্টেবলসহ সব সহকর্মীকে ধন্যবাদ জানান তিনি।
এ ছাড়া সদর থানার এসআই (নি.) মো. তহিদুল ইসলাম ও এএসআই (নি.) মো. ডালিম মিয়া জেলার শ্রেষ্ঠ এসআই ও এএসআই নির্বাচিত হয়েছেন।
পাবনা সদর-আমিনপুর থানার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করাসহ ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমকে।
পাবনার এসপি মহিবুল ইসলাম খান বলেন, সহকর্মীদের এসব অর্জন দেখে ভালোই লাগে। যারা ভালো কাজ করছেন, তাদের আরও বেশি পুরস্কার দেওয়া হবে। যারা অপরাধ করবে, তাদের শাস্তির আওতায় আনা হবে।
রাকিব হাসনাত/এনএ