বরিশাল বিভাগে ৪০ হাজার ছাড়াল শনাক্ত

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৫ হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে সাতজন এবং করোনায় সাতজন মারা গেছেন। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৪ দশমিক ৭১ শতাংশ। এ সময়ে শনাক্ত হয়েছেন ৩৭৭ জন। এর মধ্য দিয়ে ৪০ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১২৬ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৪৪৯ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৩৯ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৮৯ জন।
পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৫৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৯৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৯৫ জন।
ভোলায় নতুন ১১৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫ হাজার ৪২৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৪ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ১৫ জন।
পিরোজপুরে নতুন ৩২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯২৬ জন। ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭৮ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৬০৫ জন।
বরগুনায় নতুন ২৭ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৪৩ জন। ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৮০ জন।
ঝালকাঠিতে নতুন ১৬ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯৫ জন।
সাতজন উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে একজন, পিরোজপুর সদর হাসপাতালে একজন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং বরগুনা সদর হাসপাতালে চারজন করোনা রোগী মৃত্যুবরণ করেন।
হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ১৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২০৪ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৬৬ জনের করোনা পজিটিভ, ১৩৮ জন আইসোলেশনে রয়েছেন।
২৪ ঘণ্টায় ১৯৩ জনের নমুনা আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৬৭ জন পজিটিভ ও ১১৯ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৩ জনের। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ২৯ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছিল ৩৮৯ জন।
বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪০ হাজার ১১৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭৬ জন।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর