নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড-সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের সামসুল হকের পুত্র শাহ আলম বিপ্লব (৩০) ও বারৈচা এলাকার তোতা মিয়ার পুত্র মনির হোসেন (৩৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে নরসিংদী থেকে ভৈরব অভিমুখে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল দ্রুত বেগে যাচ্ছিল।
একপর্যায়ে শিবপুরের চৈতন্য এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে মাইক্রোবাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে রাস্তার পাশে সিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন আরোহী নিহত হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেল ও মাইক্রোবাস দুটোই ভৈরবের দিকে যাচ্ছিল। দুটো একমুখী হওয়া সত্ত্বের কীভাবে সংঘর্ষ হলো তা নিশ্চিত নই এখনও।
রাকিবুল ইসলাম/এমএসআর