জয়পুরহাটে কাল থেকে শুরু সিনোফার্মের টিকাদান

চার দিন বন্ধ থাকার পর জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল টিকা কেন্দ্রে আবার শুরু হচ্ছে সিনোফার্মের টিকাদান কর্মসূচি। আগামীকাল শনিবার (১৪ আগস্ট) থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট শহিদুল ইসলাম বলেন, জয়পুরহাটে প্রথমে সিনোফার্মের ৩০ হাজার ৪০০ ডোজ টিকা এসেছিল। এর মধ্যে ৬ হাজার ৭৭ ডোজ টিকা মজুত থাকতে জেলা হাসপাতাল কেন্দ্রে টিকাদান বন্ধ করা হয়। ওই টিকা আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই পৌরসভা এলাকায় দেওয়া হয়েছে।
শুক্রবার ভোরে আবার ২৩ হাজার ৪০০ ডোজ টিকা জয়পুরহাটে এসে পৌঁছেছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ৮ হাজার ডোজ। এ টিকার আরও প্রায় ১ হাজার ৫০০ ডোজ মজুত আছে বলে জানান তিনি।
সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী বলেন, মজুত সীমিত থাকার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের টিকা কেন্দ্রে ১০ আগস্ট থেকে সিনোফার্মের টিকা দেওয়া বন্ধ করা হয়েছিল। শুক্রবার এই টিকা আসায় শনিবার থেকে তা আবার দেওয়া শুরু হবে।
চম্পক কুমার/এমএসআর