সিলেটে করোনায় শনাক্ত কমলেও বাড়ছে মৃত্যু

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১ নমুনা পরীক্ষা করে নতুন ৩৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৬৪ শতাংশ। এ সময়ে মারা গেছেন আরও ১১ জন।
শনিবার (১৪ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ২২১ জন, সুনামগঞ্জে ১৮, হবিগঞ্জে ৩০ এবং মৌলভীবাজারে ৭৪ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৫২ জনে।
এর মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৩৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬০০ জন, হবিগঞ্জে ৫ হাজার ৭৯৬ জন এবং মৌলভীবাজারে ৬ হাজার ৯৬৪ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৭ জন সিলেট জেলার ও একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া বিভিন্ন জেলার আরও ৩ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৮৮৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৪৪ জন, সুনামগঞ্জের ৬১ জন, হবিগঞ্জের ৪৪ জন এবং মৌলভীবাজারের ৬৭ জন রয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৭০ জন।
তুহিন আহমদ/এমএসআর