কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৬ জনে।
শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ১৯২ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৪৫ জন এবং ৪৭ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে জেলায় নতুন ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ৪৭ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮২ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৯৮ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৪৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১৯ জন, দৌলতপুরের ৮ জন, কুমারখালীর ৪ জন, ভেড়ামারার একজন, মিরপুরের ১২ জন এবং খোকসা উপজেলার তিন জন রয়েছেন।
বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৬৭৪ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০০ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৪৭৪ জন।
রাজু আহমেদ/জেডএস