কুড়িয়ে পাওয়া দেড় লাখ টাকা ফেরত দিলেন কলেজছাত্র

শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম সৃষ্টি করলেন অন্য রকম এক দৃষ্টান্ত। বুধবার (১৩ জানুয়ারি) সকালে আরিফুল মোটরবাইকযোগে জেলা শহরে যাওয়ার সময় খোয়ারপাড় রাস্তার পাশে টাকাসদৃশ কিছু দেখতে পান। এরপর কাছে গিয়ে তিনি দেখতে পেলেন টাকার বান্ডিল। পরে সেটা তিনি নিলেন নিজের হেফাজতে।
এ রকম ঘটনা হাজারে একটা হয়। আমি কল্পনাও করিনি যে এতগুলো টাকা আমি পুনরায় ফিরে পাব। যাহোক আরিফুলকে দেখে অন্তত এটা বুঝতে পারলাম যে এখনো সমাজে মানবিকতা বেঁচে আছে এবং ভালো মানুষ রয়েছেন।
টাকার মালিক ব্যবসায়ী শিবু দত্ত
এরপর বাড়ি গিয়ে আরিফুল তার চাচা শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবদুল আলীম তালুকদারকে ঘটনাটি জানান। তিনি গণনা করে দেখেন, বান্ডিলে ১ লাখ ৬২ হাজার টাকা!
অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) টাকার প্রকৃত মালিকের সন্ধান পান তারা। সন্ধ্যায় জেলা শহরের বটতলা একটি অনলাইন পত্রিকার কার্যালয়ে সিঁথি অটো পার্টসের স্বত্বাধিকারী ও পৌর নৌহাটা মহল্লার বাসিন্দা শিবু চন্দ্র দত্তকে তার খোয়া যাওয়া ১ লাখ ৬২ হাজার টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ব্যবসায়ী শিবু দত্ত ঢাকা পোস্টকে বলেন, এ রকম ঘটনা হাজারে একটা হয়। আমি কল্পনাও করিনি যে এতগুলো টাকা আমি পুনরায় ফিরে পাব। যাহোক আরিফুলকে দেখে অন্তত এটা বুঝতে পারলাম যে এখনো সমাজে মানবিকতা বেঁচে আছে এবং ভালো মানুষ রয়েছেন।
এনএ