কক্সবাজারে চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে নাছির উদ্দিন নোবেল (৪২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের ঢাকা পোস্টকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে আছি। বিষয়টি খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।
মুহিববুল্লাহ মুহিব/আরএআর