মেয়াদোত্তীর্ণ সার বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

টাঙ্গাইলের ভুঞাপুরে মেয়াদোত্তীর্ণ সার ও অনুমোদনহীন কীটনাশক বিক্রির দায়ে আব্দুর রশিদ খান নামে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ ডিসেম্বর) উপজেলার গোবিন্দাসী বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল বলেন, ডিলার আব্দুর রশিদ অননুমোদিত কীটনাশক ও মেয়াদোত্তীর্ণ সার গোবিন্দাসী হাটে বিক্রি করছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসলাম হোসাইন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ডিলারকে জরিমানা করা হয়েছে। এছাড়া গোবিন্দাসী বাজারে মাস্ক ব্যবহারে সচেতনতা ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এসপি