বলগেটের ধাক্কায় নৌকাডুবি, চিকিৎসক নিখোঁজ

ময়মনসিংহের ভালুকায় বালুবাহী বলগেটের ধাক্কায় উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আনন্দ-ভ্রমণের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক চিকিৎসক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
ভালুকা সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরের পর ভালুকা থেকে খীরু নদী হয়ে পার্শ্ববর্তী উপজেলার কাউরাইদ এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকাভ্রমণে যায়। পরে ফিরে আসার সময় রাত ৮টার দিকে উপজেলার উড়াহাটি এলাকায় খীরু নদীতে আনন্দ-ভ্রমণের নৌকাটি ডুবে যায়।

এ ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. অমিত কুমার নিখোঁজ রয়েছেন। নিখোঁজ চিকিৎসককে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মেহেদী হান্নান খান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উবায়দুল হক/এইচকে