সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৪১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৮ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ১২ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৪২ জন।
বুধবার (১৮ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১২৩ জন, সুনামগঞ্জে ৭৯, হবিগঞ্জে ১০৮ এবং মৌলভীবাজারে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪২ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৮৪৪ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৭৫৪, হবিগঞ্জে ৬ হাজার ৪৪ এবং মৌলভীবাজারে ৭ হাজার ১৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয়জনই সিলেট জেলার, একজন সুনামগঞ্জের ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। জেলার আরও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৭৯ জন, সুনামগঞ্জের ৬২, হবিগঞ্জের ৪৫ এবং মৌলভীবাজারের ৬৯ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৭৬ জন।
তুহিন আহমদ/আরএআর