রাজশাহী বিভাগে আরও ৬ জনের মৃত্যু

গত এক দিনে রাজশাহী বিভাগজুড়ে আরও ছয়জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। এ নিয়ে বিভাগে প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৫০৬ জনে।
এই একদিনে রাজশাহীতে ২ জন এবং নাটোর, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন। গত এক দিনে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে প্রাণহানির খবর মেলেনি।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য দফতর জানাচ্ছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ৯২ হাজার ৭৩৬ জনের। এর মধ্যে গত এক দিনে বিভাগজুড়ে ৩৫৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
এর মধ্যে সর্বোচ্চ ১২২ জনের করোনা ধরা পড়েছে সিরাজগঞ্জ জেলায়। এ ছাড়া রাজশাহীতে ৮০, বগুড়ায় ৪৮, পাবনায় ৪৫, জয়পুরহাটে ১৯, চাঁপাইনবাবগঞ্জে ১৭, নাটোরে ১৫ এবং নওগাঁয় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে এ পর্যন্ত এ পর্যন্ত বিভাগে করোনায় ১ হাজার ৫০৬ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬২৭ বগুড়া জেলার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীতে ২৭৫, নাটোরে ১৫১, চাঁপাইনবাবগঞ্জে ১৪৫, নওগাঁয় ১৩০, সিরাজগঞ্জে ৮৪, জয়পুরহাটে ৫৪ এবং পাবনায় ৪০ জন মারা গেছেন।
এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ৭৯ হাজার ৩৩৮ জন। এর মধ্যে গত এক দিনে সেরে উঠেছেন ২ হাজার ৫৮৬ জন করোনা রোগী।
তবে এই এক দিনে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন। বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন মোট ১৪ হাজার ১৬৫ জন।
ফেরদৌস সিদ্দিকী/এনএ