বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী ছেলে নিহত, মা আহত

বগুড়ায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী ছেলে নিহত ও তার মা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ছেলে তৌফিকুল্লাহ (৩০) পেট্রোবাংলার প্রকৌশলী। তিনি পাবনার সাথিয়া উপজেলার সরিষা ভিটাপাড়া গ্রামের এমএস ছানাউল্লাহর ছেলে। একই দুর্ঘটনায় তার মা নাজমা আক্তার লিলি (৫০) গুরুতর আহত হন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রকৌশলী তৌফিকুল্লাহ তার মা নাজমাকে সকালে প্রাইভেট কারযোগে পাবনায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে প্রকৌশলী তৌফিকুল্লাহ নিহত হন। অপরদিকে গাড়ির ভেতরে আটকে থাকা তৌফিকল্লাহর মাকে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
দুপুর ১২টায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন জানান, দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার থেকে তাদের উদ্ধার করে একজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘাতক ট্রাকটিকে শেরপুর হাইওয়ে পুলিশ আটক করতে পারেনি।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর