সাতক্ষীরায় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২১ আগস্ট) ভোররাতে বাইপাস সড়কের কাশেমপুর শুকুর আলীর ইটভাটার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার লুৎফর রহমান টুকুর ছেলে আল মামুন শান্ত ও একই এলাকার রবিউল শেখের ছেলে রাব্বি শেখ।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, বাইপাস সড়কের পাশে দুর্বৃত্তরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়।
অভিযানকালে চাইনিজ কুড়াল, হাতুড়ি, সেলাইরেঞ্জসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি ইয়াছিন আলম চৌধুরী।
আকরামুল ইসলাম/এমএসআর