সিলেটে শনাক্তের হার ২০ শতাংশের নিচে

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২ নমুনা পরীক্ষা করে নতুন ২০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৮ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ১২ জন।
শনিবার (২১ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ১১৩ জন, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৮ এবং মৌলভীবাজারে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ২৫৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯০০, হবিগঞ্জে ৬ হাজার ১৩১ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৪৪৪ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনায় মৃত ১২ জনের মধ্যে ৮ জনই সিলেট জেলার, একজন সুনামগঞ্জের ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ২ জন।
সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৯৭২ জন। এর মধ্যে সিলেট জেলার ৭০৮ জন, সুনামগঞ্জের ৬৫, হবিগঞ্জের ৪৬ এবং মৌলভীবাজারের ৭০ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৮৩ জন।
তুহিন আহমদ/এমএসআর