সমুদ্রে গোসল করতে নামা আরেক স্কুলছাত্র এখনো নিখোঁজ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ভেসে গেছে দুই স্কুলছাত্র। পরে ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা একজনকে উদ্ধার করলেও মোহাম্মদ ইরফান (১৪) নামের আরেকজন এখনো নিখোঁজ রয়েছে।
শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ স্কুলছাত্র ইরফান শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে। উদ্ধার হওয়া ওয়াহিদুল ইসলাম (১৬) একই এলাকার আব্দুল মান্নানের ছেলে। তারা দুজনই বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও বিচকর্মীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই ছাত্র ভেসে যাওয়ার খবরে উদ্ধারে নামেন তারা। সে সময় একজনকে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করা গেলেও অন্যজনের খোঁজ এখনো মেলেনি। উদ্ধার হওয়া ওয়াহিদুলকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিখোঁজ ইরফানের ভাবি তানজিলা আক্তার ঢাকা পোস্টকে বলেন, শনিবার বেলা তিনটার দিকে সমুদ্রসৈকতে গোসল করার উদ্দেশ্যে বের হয় ইরফান ও তার বন্ধু ওয়াহিদুল। ইরফানের বাবা আছেন। তবে মা মারা গেছেন। এখন সবাই চিন্তিত।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে প্রশাসনের লোকজন একজনকে উদ্ধার করেন। অন্যজনকে উদ্ধারে বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা কাজ করছেন।
মুহিববুল্লাহ মুহিব/এনএ