বোয়ালমারীর জনতা জুট মিলে দুর্ঘটনায় শ্রমিক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলে মেশিনের সঙ্গে পেঁচিয়ে এক শ্রমিক মারা গেছেন। শনিবার (২১ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের জনতা জুট মিলে এ দুর্ঘটনা ঘটে। জনতা জুট মিল আকিজ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
নিহত শ্রমিকের নাম মোহাম্মদ শাহানুর (৩৫)। তিনি কুড়িগ্রামের ঢাউরার কুঠি এলাকার সাইফুর মাস্টারের ছেলে।
জনতা জুট মিলের ম্যানেজার আতিকুর রহমান বলেন, মেশিনের সুতা পরিষ্কার করতে গিয়ে শাহানুরের হাত মেশিনের সাথে পেঁচিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শাহানুর মেকানিক্যাল হেলপার হিসেবে তিন বছর যাবত কর্মরত ছিলেন।
জুট মিলে শ্রমিকদের জন্য জীবন বিমার ব্যবস্থা চালু নেই বলে জানিয়েছেন ম্যানেজার আতিকুর রহমান।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ বলেন, পুলিশ মরদেহ থানায় এনেছে। বর্তমানে মরদেহ বোয়ালমারী থানা পুলিশের হেফাজতে আছে। বোয়ালমারী থানায় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসআই।
জহির হোসেন/এইচকে