সিলেটে করোনায় আরও ১২ জনের মৃত্যু

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ১১ নমুনা পরীক্ষা করে নতুন ১৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ১২ জন। শনিবারও সিলেট বিভাগে প্রাণ হারান ১২ জন।
রোববার (২২ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ১১০ জন, সুনামগঞ্জে ২৪, হবিগঞ্জে ২০ এবং মৌলভীবাজারে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২০৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৩৩৬ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯২৪, হবিগঞ্জে ৬ হাজার ১৪১ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৪৬৫ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনায় মৃত ১২ জনের মধ্যে ৬ জনই সিলেট জেলার, দুইজন সুনামগঞ্জের বাসিন্দা। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও ৪ জন।
বিভাগে করোনায় মারা গেছেন ৯৮৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৭১৪ জন, সুনামগঞ্জের ৬৭, হবিগঞ্জের ৪৬ এবং মৌলভীবাজারের ৭০ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৮৭ জন।
তুহিন আহমদ/এমএসআর