বগুড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় আব্দুল মোমিন (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ফুলবাড়ি মধ্যপাড়া থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আব্দুল মোমিন বগুড়া পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার আব্দুল মোমিন মেডিকেল কলেজ হাসপাতালে পেটব্যথা নিয়ে সকালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে সদর থানা পুলিশ আব্দুল মোমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
পরিবারের লোকজন জানায়, শনিবার রাত থেকে পেটব্যথার কথা বলে মোমিন। রোববার সকালে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এলাকায় মোমিনের মৃত্যু নিয়ে ধূম্রজাল দেখা দেওয়ায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর