লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি হাসান আর নেই

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য হাসানুজ্জামান হাসান (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসানুজ্জামান হাসান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মৃত কবির উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।
১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে (বিএনপি) সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন হাসানুজ্জামান হাসান। তিনি বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সভাপতিও ছিলেন। তার নামাজে জানাজা বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
নিয়াজ আহমেদ সিপন/এসপি