ভাইয়ের ওপর অভিমান, বিষপানে বোনের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে বিষপানে নাজমা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামে ভাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাজমা খাতুন খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সেনগ্রাম এলাকার হাসান শেখের স্ত্রী। তার তিন মেয়ে সন্তান রয়েছে।
নাজমা খাতুনের স্বামী হাসান শেখ বলেন, শুক্রবার সকালে নাজমা খাতুন তার ভাইয়ের বাড়ি যায়। সন্ধ্যার পর খবর আসে নাজমা বিষ খেয়েছে। তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর শুনে আমি হাসপাতালে ছুটে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় রাত ১১টার দিকে সেখানকার চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। কুষ্টিয়ায় যাওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। তারপর নাজমার মরদেহ তার ভাইয়ের বাড়িতে নিয়ে যায়। গভীর রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নাজমার স্বজন ও পুলিশ জানায়, নাজমা খাতুন তার ভাইয়ের ওপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছেন। পরে লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে নাজমাসহ তার তিন বোনের কাছ থেকে ভাই এনাম উদ্দিন ১৪ শতক জমি নেওয়ার কথা বলে ২৯ শতক জমি রেজিস্ট্রি করে নেয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর তিন বোন ও ভাইয়ের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা হয়। শুক্রবার নাজমা তার ভাইয়ের বাড়িতে যায়। সেখানে ভাইয়ের সঙ্গে তার ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এতে ভাইয়ের ওপর অভিমান করে নাজমা বিষপান করে আত্মহত্যা করেন।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভাইয়ের সঙ্গে জমিজমা সংক্রান্ত ঝামেলা হওয়ায় অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন তিনি।
এসপি