সাভারে মেয়রপুত্রের হাতে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

তরা আইচস ক্যান এখানে, নির্বাচনে ২০ কোটি টাকা খরচ করেছি। এখান থেকে চলে যা। এমন কথা বলেই গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে মেয়রপুত্র কামরুল হাসান শাহিনের বিরুদ্ধে।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল ক্যাডেট একাডেমির নারী ভোটকেন্দ্রে ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতার তথ্য সংগ্রহ করতে গেলে এমন লাঞ্ছনার শিকার হন বাংলা নিউজের সাভার প্রতিনিধি।
বাংলা নিউজের সাভার প্রতিনিধি সাগর ফরাজী ঢাকা পোস্টকে বলেন, সকালে প্রথম ইভিএম এ ভোটাধিকার প্রয়োগের অভিজ্ঞতা সম্পর্কে নারী ভোটারের তথ্য সংগ্রহ করতে যায়। তথ্য সংগ্রহ করার সময় হঠাৎ মেয়রপুত্র কামরুল হাসান শাহিন এসে আমার ফোন কেড়ে নেয়। তারপর অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেন, নির্বাচনে ২০ কোটি টাকা খরচ করেছি। এখান থেকে চলে যা। উদ্ভূত পরিস্থিতি দেখে এক পুলিশ কর্মকর্তা ফোনটি ফেরত দিয়ে শাহিনকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। ততক্ষণে ফোনে ধারণকৃত ভিডিও ডিলিট করে দেওয়া হয়।
এ ব্যাপারে মেয়র পুত্র কামরুল হাসান শাহীনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
টাঙ্গাইল ক্যাডেট একাডেমির নারী ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, সামান্য ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। তেমন কিছুই হয় নি।
ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুনীর হোসেন খান বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর এখনও পাইনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এসপি