ফরিদপুরে ২৪ ঘণ্টায় তিনজনের প্রাণহানি

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গে দুইজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৪৯৯ জন।
একই সময়ে ১৫৪ নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৫৭৩ জনে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য জানা গেছে। মৃত তিনজনের মধ্যে ফরিদপুরের একজন, মাগুরার একজন এবং রাজবাড়ীর একজন রয়েছেন। করোনা মারা গেছেন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের নির্মল কুমার রায় (৭৫)।
জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ২৪ জনের মধ্যে আলফাঙ্গায় একজন, মধুখালীতে দুইজন, সদরপুরে সাতজন, চরভদ্রাসনে দুইজন এবং ফরিদপুর সদরে ১২ জন রয়েছেন। বাকি একজন র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার (২৭ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১২১ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৮৮ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৯৯ জন।
এমএসআর