নিখোঁজ নাশরার জন্য স্বজনদের অপেক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রলারডুবির ঘটনায় এখনো নাশরা (৩) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। বিলের পাশে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন তার দুই চাচা শাহিদ মিয়া ও মাসুদ মিয়া। নাশরাকে উদ্ধারে বিআইডব্লিউটিএর একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
নাশরা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকার হারিছ মিয়ার মেয়ে। এ নৌ দুর্ঘটনায় নাশরার চাচি কাজল বেগম মারা গেছেন।
এর আগে গতকাল শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় বালুবাহী ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষের পর অপর একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে যায়। এ ঘটনায় শনিবার (২৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লইসকা বিলে ভাতিজি নাশরার জন্য অপেক্ষা করা মাসুদ মিয়া বলেন, গতকাল সকালে নাশরা তার চাচা ফারুক মিয়ার শ্বশুরবাড়ি বিজয়নগর উপজেলার নোয়াগাঁওয়ে বেড়াতে যায়। বিকেলে ট্রলারে করে বাড়ি ফিরছিল তারা। ফারুক ট্রলারের ছাদে এবং নাশরা ও তার চাচি কাজল বেগম ট্রলারের ভেতরে ছিল।
ট্রলারডুবিতে আমার ভাবি কাজল বেগম মারা গেছেন। ফারুক সাঁতরে তীরে উঠতে পারলেও নাশরা নিখোঁজ রয়েছে। সকাল থেকে ঘটনাস্থলে অপেক্ষা করছি। এখনো নাশরার খোঁজ পাওয়া যায়নি, বলেন তিনি।
এদিকে ঘটনার ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করা যায়নি। গতকাল ১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালান। এরপর সকাল ৮টায় বিআইডব্লিউটিএর একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক তৌফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দল সকাল পৌনে ৯টায় পুনরায় উদ্ধারকাজ শুরু করেছে। নিখোঁজ শিশু ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
আজিজুল সঞ্চয়/এনএ