নতুন ঠিকানা পেল ১৫ অসহায় পরিবার

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন ঘর পেল ১৫টি অসহায় পরিবার। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ১৫টি পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তালতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মঞ্জুরুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।
অনুষ্ঠানে ঘরপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন রহিমা আক্তার ও মো. হানিফ । নতুন ঘর উপহার দেয়ার তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আফতাবুল ইসলাম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২৫ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ১৫টি ঘর নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্প-২ বাস্তবায়নের জন্য ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তালতলা (বরইয়া টিলা) এলাকায় ৩৩ শতক খাস জায়গায় ১৫ পরিবারের জন্য এ ঘরগুলো নির্মাণ করা হয়। আধা পাকা দুই কক্ষের এ ঘরে ইটের দেয়াল ও ওপরে রঙিন টিন ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রতিটি ঘরে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থাসহ সাড়ে ৯ ফুট লম্বা খোলা বারান্দা রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে এক লাখ ৭১ হাজার টাকা করে ব্যয় হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, যারা ঘর পেয়েছেন তাদের যেন কোনো অসুবিধা না হয়। তাদেরকে সব সময় সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিধিদের আহ্বান জানাই। যারা ঘর পেয়েছেন তাদের প্রতি অনুরোধ আপনারা কোনো অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবেন না। যদি কেউ আপনাদেরকে এসব কাজে জড়িত হওয়ার জন্য চাপ প্রয়োগ করে আপনারা আমাদের কাছে অভিযোগ করবেন। পর্যায়ক্রমে সব দরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হবে বলে আশ্বাস দেন নিজাম হাজারী।
আরএআর