এক ঘণ্টায় কুকুরের কামড়ে আহত ৯

এক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত ৯ জন। মাদারীপুর জেলা সদর হাসপাতালে আহতদের তিন জনকে চিকিৎসা দিতে পারলেও বাকিদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
মাদারীপুর সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের দত্তকেন্দুয়া এলাকায় সোমবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- তুস্টচরণ কুমারের ছেলে উত্তম কুমার (৩১), ফটিক বাড়ৈয়ের ছেলে স্বপন বাড়ৈয় (৩৫), নবায়ন বাড়ৈয়ের ছেলে অলোক বাড়ৈয় (২০), চুদ্দু বাড়ৈয়ের ছেলে অঙ্কুশ বাড়ৈয় (৩০), জিতেন মন্ডল (৫৫) সহ আরও চার জন। তারা দত্তকেন্দুয়া এলাকার বাসিন্দা।
হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে এলাকাটিতে কুকুরের উপদ্রব বেড়েছে। বর্ষার কারণে চারদিকে পানি বেড়ে যাওয়ায় কুকুvগুলো রাস্তাঘাট, হাটবাজার ও বিভিন্ন বাড়ির উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। খাদ্য সংকটে থাকা এসব কুকুরে অতিষ্ঠ হয়ে উঠে সাধারণ মানুষ। সোমবার রাতে কয়েকটি কুকুর ক্ষিপ্ত হয়ে এলাকায় ঘুরতে থাকে। এ সময় সামনে যাকে পেয়েছে, তাকেই কামড় দিয়েছে। আহতরা তাৎক্ষণিক মাদারীপুর সদর হাসপাতালে এলে তিন জনকে চিকিৎসা দিলেও বাকিদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আহত স্বপন বাড়ৈয় বলেন, আমি বাড়ি থকে বের হয়ে মোটরসাইকেলের ওঠার পরই একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি অনেক চেষ্টা করেও কুকুরটিকে ছাড়াতে পারিনি। শেষে কুকুরের মুখে হাত দিয়ে ছাড়াতে হয়েছে। এলাকায় আমিসহ ৯ জনকে কামড় দিয়েছে। পুরো এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। আমি হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার বলল কাল (মঙ্গলবার) আসতে।
জানতে চাইলে মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা অশোক দত্ত বলেন, আমারা আপাতত তিন জন রোগীকে চিকিৎসা দিতে পেরেছি। রাত বেশি হওয়ায় বাকি রোগীদের কাল (মঙ্গলবার) হাসপাতালে আসতে বলা হয়েছে।
নাজমুল মোড়ল/এসএসএইচ