পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল ১৪ কেজির কাতল

পদ্মা ও যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটির ওজন সাড়ে ১৪ কেজি। বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর এলাকা থেকে সালাম নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
জেলে সালাম সরদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিলে ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২০ হাজার ৩০০ টাকা দিয়ে কিনে নেন।
জেলা সালাম সরদার বলেন, ভোরের দিকে ট্রলারে করে আমরা কয়েকজন মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় পদ্মায় মাছ ধরতে যায়।মূলত ইলিশ ধরার উদ্দেশ্যেই আমরা বের হয়। কিন্তু ইলিশ না পেয়ে আমরা সবাই হতাশ হয়ে যায়। সকালের দিকে জাল উঠানোর সময় জালে জোরে টান পড়ে। জাল তুলতেই দেখি বড় একটি কাতল। এখন ইলিশের সময় হলেও পদ্মায় ইলিশের দেখা মিলছে না। কিন্তু বড় বড় কাতল, রুই, আইড়, বাঘাইড়ের দেখা মিলছে।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মায় বড় কোনো মাছ ধরা পড়লে চেষ্টা করি সবার আগে মাছটি কেনার। কারণ বড় মাছ কেনার প্রতি আমার একটা নেশা রয়েছে। পদ্মার বড় মাছের চাহিদাও বেশি। মানিকগঞ্জসহ আশপাশের এলাকায় বড় বড় মাছ ধরা পড়লে জেলের দৌলতদিয়া ঘাটে এসেই বিক্রি করে। তখন আমি নিলামে সর্বোচ্চ দাম দিয়ে মাছগুলো কিনি। মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে লাভে মাছগুলো বিক্রি করি।
তিনি বলেন, সাড়ে ১৪ কেজির কাতলটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২০ হাজার ৩০০ টাকায় কিনি। এখন বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করছি মাছটি বিক্রির জন্য।
জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, পদ্মা ও যমুনা থেকে এখনো বড় বড় মাছ হারিয়ে যায়নি। ইলিশের মৌসুম হলেও পদ্মায় ইলিশ না থাকায় জেলেরা এখন বড় বড় মাছের পেছনেই ছুটছে।
মীর সামসুজ্জামান/এসপি