ময়মনসিংহে মন্দির পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত

ময়মনসিংহ নগরীর প্রাচীনতম একটি মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র। বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাবাড়ি মন্দির পরিদর্শন ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিমিয় করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর দুর্গাবাড়ি রোডে অন্তত ১৬০ বছরের পুরোনো মন্দির আর্যধর্ম জ্ঞান প্রদায়ীনি সভা ধর্মসভা দুর্গাবাড়ি মন্দিরটি। মন্দির কর্তৃপক্ষের আমন্ত্রণে বুধবার বিকেলে মন্দিরটি পরিদর্শনে আসেন নেপালের রাষ্ট্রদূত।
বিকেল ৪টায় মন্দিরের মূল ফটকে রাষ্ট্রদূতকে বরণের পর পূজা অর্চনা ও প্রসাদ গ্রহণ করেন রাষ্ট্রদূত। এরপর মন্দিরের বিভিন্ন অবকাঠামো ঘুরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ডা. বানশিধর মিশ্র।
মন্দিরের সভাপতি প্রফেসর বিমল কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর সাহার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নেপালের হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বসাক, অ্যাডভোকেট বিকাশ রায় প্রমুখ।
এর আগে সকালে নগরীর কমিউনিটি-বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেপালের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। এছাড়া বৃহস্পতিবার শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনের কথা রয়েছে তার।
উবায়দুল হক/এমএসআর