বাগেরহাটে মজুত শেষ হওয়ায় টিকাদান বন্ধ

বাগেরহাটে মজুত শেষ হয়ে গেছে করোনাভাইরাস ভ্যাকসিনের। বুধবার (০১ সেপ্টেম্বর) বাগেরহাট সদর হাসপাতাল-সংলগ্ন টিকা কেন্দ্রে দেখা যায় প্রচণ্ড ভিড়। সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা পাননি অনেক নিবন্ধিতরা।
‘আজকের মতো টিকা শেষ’, এমন বার্তা দিয়ে তাদের ফিরে যেতে বলা হয়। কবে কখন এলে টিকা মিলবে? সে বিষয়ে স্পষ্ট করে আর কিছু জানানো হয়নি তাদের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে চাহিদাপত্র দেওয়া হয়েছে। টিকা পেলে আগামী সপ্তাহে আবার টিকা প্রদান শুরু করা হবে।
এদিকে টিকার মজুত কমে আসায় কয়েক দিন ধরে কম পরিমাণের টিকা দেওয়া হচ্ছে জেলায়। আগে যেখানে দৈনিক ৫ হাজার টিকা দেওয়া হচ্ছিল। সেখানে গেল কয়েকদিন টিকা দেওয়া হচ্ছিল দেড় হাজারের মতো।
দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা বাগেরহাট সদর উপজেলার বাগমারা এলাকার বৃদ্ধ কৃষ্ণ কিশোর সেন বলেন, এখানে কোনো নিয়ম কানুন নেই। অনেকে এসেই অন্য দরজা দিয়ে প্রবেশে করে টিকা পেয়ে যাচ্ছেন। আমরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকা পাইনা। এখন বলছে টিকা শেষ।
একই উপজেলার কাশেমপুর গ্রামের বিনোদীনি বৈরাগীর (৬৫) বলেন, সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম। দুপুরে এসে বলে টিকা শেষ। এটা কোন ধরনের কথা। আমাদের আগেই জানাতে পারতেন তারা।
সদর উপজেলার খানপুর এলাকার বিধান চন্দ্র দাস (৫৩) বলেন, অনেক দূর থেকে কষ্ট করে আসি। হঠাৎ বলা হচ্ছে টিকা শেষ। তবে আমরা কী করব? কিছু পরিষ্কার করে বলছেও না কবে আসব। শুধু বিনোদীনি বৈরাগী, কিশোর সেন বা বিধান চন্দ্রই নয়, একই ধরনের অভিযোগ রয়েছে টিকা নিতে আসা অনেকের।
বাগেরহাট সিভল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ৩ লাখ ২ হাজার টিকা পেয়েছে। বুধবার (০১ সেপ্টেম্বর) একদিনে বাগেরহাটে ১ হাজার ৫৭২ জনকে প্রথম ডোজ এবং ১ হাজার ৬৬৩ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু বাগেরহাট সদর হাসপাতালেই টিকা নিয়েছে ৬৬০ জন।
স্বাস্থ্য বিভাগের হিসাবমতে, এখন পর্যন্ত বাগেরহাটে দুই লক্ষ ৮৯ হাজার ৭১৯ জন মানুষ টিকা নিয়েছেন। এদের মধ্যে সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন এক লক্ষ ৫১ হাজার ২৫৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩২ হাজার ৬৪১ জন। অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৪ হাজার ৭৮৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫১ হাজার ৩৮ জন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, এ পর্যন্ত আমরা দুই লাখ ৮৯ হাজার ৭১৯ জনকে টিকা দিতে সক্ষম হয়েছি। তবে আমাদের টিকার মজুত শেষ হয়েছে। এজন্য কয়েকদিন টিকা প্রদান বন্ধ থাকবে। মন্ত্রণালয়ে টিকার চাহিদাপত্র পাঠানো হয়েছে।টিকাপ্রাপ্তি স্বাপেক্ষে আগামী সপ্তাহ থেকে নিয়মিত টিকা প্রদান করা হবে।
তানজীম আহমেদ/এমএসআর