ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে শায়েস্তা ইউনিয়নের শিবপুর কালেন্দি চকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- শিবপুর গ্রামের শাহিন (৪২) এবং মো. রুবেল হোসেন (৪০)।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ বলেন, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোহেল হোসেন/আরএআর