কারাগারে ভারতীয় ১৩ জেলে

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ১৩ ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মোংলা থানা পুলিশ জেলেদের বাগেরহাট আদালতে সোপর্দ করে। পরে বিকেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার দুপুরে আটক ট্রলার ও জেলেদের নামে ১৯৮৩ সালের সমুদ্র সীমা লঙ্ঘন ও সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় পৃথক মামলা দায়ের করা হয়। এর আগে গত ২ সেপ্টেম্বর সাগরের গভীরে বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে কোস্টগার্ডের সদস্যরা ওই জেলেদের ট্রলারসহ আটক করে।
আটককৃতরা হলেন- মহোন দাশ (৩৫), রুবেল দাশ (২৪), বিধান দাশ (২৮), অভি দাশ (২৬), হরি দাশ (২৭), রনো দাশ (২২), সুনীল দাশ (৫০), জয়নাল দাশ (১৯), মহাদেব (২৩), শুধির (৫০), বিষ্ণু দাশ (৬০), সম্রাট দাশ (২০) ও গৌরাঙ্গ দাশ (৫০)।
আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলী থানার বিভিন্ন এলাকায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মাদ মনিরুল ইসলাম জানান, বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অপরাধে বৃহস্পতিবার ভারতীয় ১৩ জেলেকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা। পরে শনিবার দুপুরে আটক জেলেদের আদালতে সোপর্দ করি। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
তানজীম আহমেদ/ওএফ