এক রুই মাছের দাম সাড়ে ২৮ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ১১ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার চর কর্ণেশন এলাকা থেকে জেলে জীবন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে জেলে জীবন হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পাশে অবস্থিত মৎস্য আড়তের সামনে নিয়ে আসলে সেখানকার স্থানীয় মাছ ব্যবসায়ী চাঁদনী-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি বেলা ১১টার সময় ঘাটে আনলে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনে নিই। এখন মুঠোফোনে ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি। কেজি প্রতি ১০০ টাকা লাভ পেলে বিক্রি করে দিব।
মীর সামসুজ্জামান/আরএআর