বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের চার নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশ নেয়ায় চার আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে তিনজন আওয়ামী লীগ ও একজন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
তারা হলেন- গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ। তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বহিষ্কার হওয়া ৪ নেতা।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ঢাকা পোস্টকে জানান, গোলাপগঞ্জ ও জকিগঞ্জ আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে তিনজনক বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। সোমবার (১৮ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের এক সভায় তাদের বহিষ্কার সিদ্ধান্ত আনুমোদন করা হয়।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ জানান, নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়ার কারণে জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এসপি