সিংগাইরে ম্যাচ ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

মানিকগঞ্জে সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় একটি ম্যাচ লাইটের ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মানিকগঞ্জ ও সাভারের ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে মানিকগঞ্জ ও সাভার ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে একটি ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মানিকগঞ্জ ও সাভার ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানের ১০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা বলতে পারেননি তিনি।
এমএসআর