মেয়ে হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন

পিরোজপুরে মেয়ে হত্যার দায়ে সৎমা মনি বেগমকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ রায় দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ ডিসেম্বর রাতে শিশু ঝুমুর ঘুমিয়েছিল। কিন্তু তাকে খুঁজে না পেয়ে তার মা ২ ডিসেম্বর থানায় মামলা করে। ওই দিন দুপুরে ঝুমুরের মরদেহ পার্শ্ববর্তী পুকুরে পাওয়া যায়। পরে পুলিশ তদন্ত করে আসামি মনি বেগমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মনি বেগম বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সাক্ষ্য প্রমাণ শেষে মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন বলেন, নিহতের বাবা জাহিদুল শহরে ফুচকা বিক্রি করতেন। উভয়ের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায় হলেও তারা শহরের মধ্যরাস্তায় বাসা ভাড়া করে থাকতেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. খান মো. আলাউদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. লাকী।
এসপি