লাইট ইঞ্জিনে গন্তব্যের পথে রংপুর এক্সপ্রেস

৩ ঘণ্টা ১২ মিনিট পরে লাইট ইঞ্জিনে করে রংপুরের পথে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া রংপুর এক্সপ্রেস। দুপুর ৩টা ৪২ মিনিটে ট্রেনটি লাইট ইঞ্জিনের সাহায্যে উল্লাপাড়া স্টেশন থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে গেছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন উল্লাপাড়া স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেল স্টেশনের ৩২ নম্বর রেলসেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ ছিল। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাওয়ার পথে এই এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে উল্লাপাড়া থেকে একটি লাইট ইঞ্জিন গিয়ে ট্রেনটিকে প্রথমে উল্লাপাড়া স্টেশনে নিয়ে আসে। পরে দুপুর ৩টা ৪২মিনিটে ১৪টি বগিসহ রংপুর এক্সপ্রেস ট্রেনটি একটি লাইট ইঞ্জিন দ্বারা গন্তব্যের উদ্দেশে পাঠানো হয় বলে জানান তিনি।
শুভ কুমার ঘোষ/এমএসআর