ভাঙ্গায় টানা চতুর্থবার মেয়র হলেন রেজা

ভাঙ্গা পৌরসভা নির্বাচনে টানা চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের আবু ফয়েজ মো. রেজা। উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থী আবু ফয়েজ মো. রেজা নৌকা প্রতীকে ১২ হাজার ৭০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলনের ভাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (হাত পাখা) পেয়েছেন ৪ হাজার ৭৩৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সী নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন নাজমা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেসন মুসলিমা আক্তার সাথী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন পারুলী আক্তার।
সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মো. আইয়ুব আলী, ২ নং ওয়ার্ডে মোহাম্মদ জহুরুল হক মিঠুন, ৩ নং ওয়ার্ডে মো. শাহেব আলী মাতুব্বর, ৪ নং ওয়ার্ডে মো. পান্না মিয়া, ৫ নং ওয়ার্ডে মো. সুমন মাতুব্বর, ৬ নং ওয়ার্ডে মো. আবুল কালাম মাতুব্বর, ৭ নং ওয়ার্ডে মো. রফিকুল আলম জাহিদ, ৮ নং ওয়ার্ডে মো. লিয়াকত মোল্লা, ৯ নং ওয়ার্ডে মো. জাকির মুন্সী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এসপি