দুর্ঘটনার কবলে বরযাত্রীবাহী মাইক্রোবাস, নারী নিহত

নোয়াখালীতে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে লেগে সুমি আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুরু পাটোয়ারিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি আক্তার এওজবালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে। এ দুর্ঘটনায় শিশুসহ আরও অন্তত ১২ বরযাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এবং একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
কালাদরফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বরযাত্রীবাহী মাইক্রোবাসটি পূর্ব এওজবালিয়া থেকে আজাদনগর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসসে থাকা সব যাত্রী গুরুতর আহত হয়। ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
হাসিব আল আমিন/আরএআর