স্বামীকে না জানিয়ে শিশুকে দত্তক, ফিরিয়ে আনল পিবিআই

৭ মাসের মেয়ে ফারিয়া জান্নাতকে দত্তক দিয়ে দেন মা। আর তা গোপন করা হয় স্বামীর কাছে। এ নিয়ে বাবা আদালতের দারস্থ হলে শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ময়মনসিংহে ঘটেছে এমন ঘটনা।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর কাঠগোলা এলাকা থেকে শিশু জান্নাতকে উদ্ধার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
জানা গেছে, গৌরীপুর উপজেলার ছিলিমপুর গ্রামের আবদুল আলী ও কুলসুমা বেগম দম্পতির মেয়ে ফারিয়া জান্নাত। চলতি বছরের ১ মার্চ উপজেলাটির বীর আহম্মদপুর গ্রামের নানাবাড়িতে শিশুটির জন্ম হয়।
স্বামী-স্ত্রীর মধ্যে কলহ থাকায় শিশুটির মা বাবার বাড়িতে অবস্থান করতেন। ১ আগস্ট স্ত্রী ও সন্তানদের নিজের কাছে আনতে গেলে জান্নাতকে পাওয়া যাচ্ছিল না। মেয়ে অসুস্থ থাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কুলসুমা স্বামীকে এমনটি জানায়।
কিন্তু মেয়ের কোনো সন্ধান না পেয়ে আদালতে স্ত্রী, শ্বশুর, শ্যালকদের আসামি করে মামলা করেন। অপহরণ মামলাটি ১৯ সেপ্টেম্বর তদন্তের দায়িত্ব পায় পিবিআই। ওই অবস্থায় রোববার সকালে শিশু জান্নাতকে উদ্ধার করা হয়। স্বপন মিয়া নামে এক ব্যক্তির কাছে ছিল শিশু জান্নাত।
পিবিআইয়ের ভাষ্য, আবদুল আলী ও কুলসুমা দম্পতির সংসারে চার সন্তান রয়েছে। দরিদ্রতার কারণে পরিবারটি জর্জরিত ছিল নানা সমস্যায়। সাত মাস বয়সী জান্নাত জন্মানোর পর তৃতীয় সন্তান ৩ বছর বয়সী তায়িব খেলার ছলে গলায় ও মুখে চেপে ধরত।
নিজের আদরের ভাগ দিতে চাইত না। এছাড়া স্বামী থেকে কুলসুমা আলাদা থাকায় সন্তানদের জন্য গৃহকর্মীর কাজ নেন। ওই অবস্থায় শিশুকন্যার জীবনের নিরপাত্তার জন্য স্বপনের কাছে মৌখিক আলাপ করে লালনপালনের জন্য দত্তক দিয়ে দেন।
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, শিশুটিকে লালনপালনের জন্য হস্তান্তর করে দিয়েছিলেন মা। বাবার মামলার পর তারা শিশুটিকে উদ্ধার করে আদালতের সিদ্ধান্তে আবারও মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
উবায়দুল হক/এমএসআর