ষাঁড় চুরি, চোরকে দেখে অবাক মালিক

নেত্রকোনায় বাবার একটি ষাঁড় চুরির পর পিকআপভ্যানে নিয়ে পালানোর সময় পুলিশের কাছে ধরা পড়েছেন ছেলে সোহাগ মিয়া (২৮)। এ সময় তার সহযোগী মিলন মিয়া, পিকআপ চালক ইসলাম উদ্দিন ও তার সহকারী আব্দুল্লাহ নামে আরও তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ।
এর আগে শনিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের গ্রাম পুলিশ সেলিম মিয়ার বাড়িতে চুরির এ ঘটনা ঘটে।
আটক সোহাগ মিয়া গ্রাম পুলিশ সেলিম মিয়ার ছেলে। মিলন মিয়া একই ইউনিয়নের রাজিবপুর গ্রামের শামছউদ্দিনের ছেলে এবং পিকআপ চালক ইসলাম ও তার সহকারী আব্দুল্লাহ দুজনই ঢাকার বাসিন্দা।
সেলিম মিয়া জানান, তিনি একই গ্রামের বাসিন্দা ছানোয়ার হোসেনের কাছ থেকে ৪৫ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু নিয়ে দীর্ঘদিন ধরে লালন-পালন করে আসছিলেন। বর্তমানে গরুটির আনুমানিক বাজার মূল্য হবে ৮০ হাজার টাকার মতো। শনিবার রাত দেড়টার দিকে সেলিম মিয়া গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে গিয়ে দেখেন গরুটি নেই। পরে গরুটি খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে জানতে পারেন কয়েকজন চোর গরুটি পিকআপভ্যানে নিয়ে পালিয়ে যাচ্ছে। এ সময় তিনি ওই পিকআপভ্যানটির পিছু নেন এবং পুলিশকে খবর দেন।
এ অবস্থায় ভোররাতেই পার্শ্ববর্তী আটপাড়া থানার পুলিশ উপজেলার দুর্গাশ্রম চৌরাস্তা মোড় এলাকায় গরু ভর্তি পিকআপসহ ৪ জনকে আটক করে। পরে রোববার দুপুরে কেন্দুয়া থানা পুলিশের কাছে আটকদের হস্তান্তর করা হয়। ততক্ষণেও সেলিম মিয়া জানতে পারেননি আটক গরু চোর তার ছেলে ও সহযোগীরা।
এদিকে পুলিশের কাছে আটকের পর গ্রাম পুলিশ সেলিম মিয়া জানতে পারেন যে, তার ছেলে সোহাগ মিয়াই সহযোগীদের নিয়ে গরুটি চুরি করেছে।
নিজের ছেলে হয়ে কীভাবে গরু চুরি করল এ বিষয়ে জানতে চাইলে বাবা সেলিম মিয়া বলেন, সোহাগ মিয়া স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দর এলাকায় বসবাস করে আসছিল। সম্প্রতি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গ্রামের বাড়িতে চলে আসে। ঘটনার দিন শনিবার দুপুরে সোহাগ মিয়া ঢাকার যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জানতে পারলাম যে, আমার ছেলেই এ চুরি করেছে। লজ্জায় এখন এলাকায় মুখ দেখাতে পারছি না। ছেলে আমার মান-সম্মান সব শেষ করে দিয়েছে।
এ নিয়ে কথা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মো. তানভীর হাসান মেহেদী জানান, ঘটনার পর রোববার ভোররাতে চুরি যাওয়া গরু ভর্তি পিকআপ ভ্যানসহ ৪ জনকে আটক করে পার্শ্ববর্তী আটপাড়া থানার পুলিশ। পরে দুপুরে তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করেছে। কেন্দুয়া থানায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পর ৭ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জিয়াউর রহমান/এমএএস