ফরিদপুরে বেসরকারি হাসপাতাল আরোগ্য সদনে আগুন

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেসরকারি হাসপাতাল আরোগ্য সদনের সম্প্রসারিত ভবনের ৮ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে আগুনের খবরে হাসপাতালে ছোটাছুটি শুরু হয়। শতাধিক রোগী ও স্বজন এবং ডাক্তার দেখাতে আসা মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। বিপাকে পড়েন বৃদ্ধ রোগী। এ সময় শহরের প্রধান সড়ক মুজিব সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, হাসপাতালের সম্প্রসারিত ভবন ১১তলাবিশিষ্ট। ওই ১১তলা ভবনের নিচের চারতলা আবাসিক হিসেবে ব্যবহার করা হয়। পাঁচতলা থেকে ওপরের ১১তলা পর্যন্ত বেসরকারি ওই হাসপাতালের সম্প্রসারিত ভবন হিসেবে ব্যবহৃত হয়।
ওই সম্প্রসারিত ভবনের ৮তলার ৮০১ নম্বর কেবিনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই কক্ষের সরঞ্জাম পুড়ে গেলেও ছড়ানোর আগেই তা নিভিয়ে ফেলা হয়। কিন্তু ধোঁয়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, দুপুর ৩টার দিকে খবর পেয়ে আমরা দ্রত ওই হাসপাতালে ছুটে আসি এবং আগুন নেভানোর কাজ শুরু করি। ৩টা ২০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হই আমরা।
তিনি আরও বলেন, আগুন নেভানো ছাড়াও হাসপাতালের বিভিন্ন ফ্লোরে থাকা রোগীদের সরিয়ে নিতেও কাজ করি আমরা। এ সময় ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, নতুন ভবনের ফায়ার সেফটি প্লানের জন্য আবেদন করা হয়েছে।
এমএসআর