কক্সবাজারে বাড়ি পাচ্ছেন ৮৬৫ হতদরিদ্র

কক্সবাজার জেলার ৮৬৫ জন উদ্বাস্তু, ভূমিহীন, ঘরহারা হতদরিদ্রকে নতুন বাড়ি করে দিচ্ছেন সরকার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নব-নির্মিত এ বাড়ি হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক প্রেস ব্রিফ্রিংয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এ তথ্য জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কক্সবাজারে ৮৬৫ জন হতদরিদ্রের জন্য বাড়ি নির্মাণের বরাদ্দ দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত নির্মিত ৩০৩টি বাড়ি গৃহহীনদের মধ্যে শনিবার (২৩ জানুয়ারি) হস্তান্তর করা হবে।
বরাদ্দ হওয়া এ সকল ঘরের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছে ৯৬টি। তার মধ্যে প্রথম ধাপে হস্তান্তর করা হবে ২০টি। চকরিয়ায় ১৮০টির মধ্যে প্রথম ধাপে দেওয়া হবে ৮০টি, পেকুয়ায় ৪৫টির মধ্যে প্রথম ধাপে ১৪টি দেওয়া হবে, রামু উপজেলায় বরাদ্দ হয়েছে ১৭৫টি, প্রথম ধাপে দেওয়া হবে ৬০টি, মহেশখালী উপজেলায় বরাদ্দ ২০টিই হস্তান্তর করা হবে, উখিয়ায় বরাদ্দ দেওয়া ১০০টির প্রথম ধাপে হস্তান্তর করা হবে ৩৫টি, টেকনাফে ২২৯টির প্রথম ধাপে দেওয়া হবে ৬০টি ও কুতুবদিয়ায় বরাদ্দ ২০টির প্রথম ধাপে ১৪টি হস্তান্তর করা হবে। ৮৪০টি বাড়ি নির্মাণের বরাদ্দ দেওয়ার পর সেখান থেকে এখন পর্যন্ত নির্মিত হয়েছে ৩০৩টি। যা আগামী ২৩ জানুয়ারি হস্তান্তর করা হবে। পর্যায়েরক্রমে বাকি বাড়িগুলো হস্তান্তর করা হবে।
এ সকল বাড়ি নির্মাণের জন্য ১৪ কোটি ৭৯ হাজার টাকার বেশি বরাদ্দ দিয়েছে সরকার। প্রতি বাড়ি নির্মাণে খরচ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা করে। যা স্ব স্ব উপজেলা প্রশাসনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্মাণ করছেন।
এ নিয়ে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক প্রেস ব্রিফ্রিংয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি হতদরিদ্র পরিবারও গৃহহীন থাকবে না তার আলোকে এ বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ২৩ জানুয়ারি ৩০৩টি পরিবার পাচ্ছে এ বাড়ি।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল আমিন পারভেজ, স্থানীয় সরকার বিভাগের উপ-সহকারী পরিচালক শ্রাবস্তী রায়, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মহেশখালী উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশাসহ অন্যান্যরা।
উল্লেখ্য, কক্সবাজার জেলা সদরসহ বাকি ৭ উপজেলায় ১২ হাজার ১২৮ জন গৃহহীনকে খুঁজে বের করেছে জেলা প্রশাসন। যার মধ্যে ৮৬৫ জন বাড়ি পাচ্ছেন। বাকিদেরও এ উদ্যোগের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।
এসপি