নাচোলে সাবেক ইউপি সদস্য ও যুবকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক দুটি স্থান থেকে সাবেক ইউপি সদস্য ও যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) রাতে এ দুটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নাচোল উপজেলার আব্দালপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৬০)। আলাউদ্দীন সাবেক ইউপি সদস্য ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। অন্যজন রাজশাহীর তানোর এলাকার চোরখুর চাকুইট এলাকার মৃত শওকত উল্লার ছেলে মো. আজিম উদ্দিন ওরফে ফেঞ্চু (৩৫)।
নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, নাচোলের নেজামপুর ইউনিয়নের বড়বাকইল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের পাশে বাঁশের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় আজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি বুধবার রাতের কোনো এক সময় হতে পারে। আজিমের পা মাটিতে লেগেছিল। তাই ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ওসি আরও বলেন, বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় নাচোলের নাসিরাবাদ গ্রামের রাস্তার পাশে ড্রেনে মৃত অবস্থায় পড়েছিল বৃদ্ধ আলাউদ্দিনের মরদেহ। পরিবার, পুলিশ ও স্থানীয়দের ধারণা রাতে হেঁটে বাড়ি যাওয়ার সময় ড্রেনে পড়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী নিহতের আত্মীয়স্বজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন মরদেহ বাড়ি নিয়ে যায়। বৃদ্ধ আলাউদ্দিন মানসিক রোগী এবং সাবেক ইউপি সদস্য ছিলেন বলে জানা গেছে।
এসপি