৮ দিন ধরে নিখোঁজ বৃদ্ধার সন্ধান চান সন্তানেরা

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা গ্রামের মৃত সোবহানের স্ত্রী মোছা. পরিজন বেগম (৭০) আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১৪ জানুয়ারি তার ছেলে সাইফুর রহমানের বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন।
নিখোঁজ পরিজন বেগমের ছেলে সাইফুর রহমান জানান, ১৪ জানুয়ারি দুপুরে তার মা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে নিজ গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম ও সব আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানান, আমরা চর এলাকার গরিব পরিবার। মাকে ফিরে পেতে মাইকিং করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মায়ের কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে জানান তিনি।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মইনুদ্দিন ভোলা জানান, নিখোঁজ পরিজন বেগমের ছেলেদের পাশাপাশি প্রতিবেশী অনেকেই এবং আমিও বিভিন্ন জায়গায় খুঁজে এখন পর্যন্ত তার সন্ধান কোনো সন্ধান পাইনি।
এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার ঢাকা পোস্টকে বলেন, পরিজন বেগমের বয়স অনেক হয়েছে। এর আগেও তিনি একবার হারিয়ে যান। পরে কুড়িগ্রামের দুর্গাপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। শুনেছি তিনি আবার নাকি নিখোঁজ হয়েছেন।
এনএ