বাঙালির মুখ উজ্জ্বল করেছেন শেখ হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার পেয়ে বাঙালির মুখ উজ্জ্বল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশরত্ন শেখ হাসিনা ২৬টি আন্তর্জাতিক সম্মাননা এনেছেন। আর বিএনপি চারবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। চোরের সম্মান এনেছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মুরাদনগর উপজেলা পরিষদ চত্বরে কুমিল্লার মুরাদনগর, বুড়িচং, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমার ছেলে-মেয়েরা পক্ষে না, তা হবে না। এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। আমরা ’৭০ সালে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম তেমনি আবার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনেও আমরা সরকার গঠন করব।
মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের নাম যদি মুছে যায় বাংলাদেশও মুছে যাবে। বাংলাদেশকে যদি রাখতে হয়। বীর মুক্তিযোদ্ধাদেরও রাখতে হবে। তাই প্রত্যক ইউনিয়ন, উপজেলা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জেলা পরিষদের বোর্ডে ওই এলাকার মুক্তিযোদ্ধাদের নাম লেখা থাকবে।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খাঁন প্রমুখ।
অমিত মজুমদার/এমএসআর